Mittha | মিথ্যা (2019) - Natok

Favorite 0

‘আদনান শিক্ষিত ছেলে কিন্তু বড়লোক ফ্যামিলির নয়। একদিন রিক্সায় উঠতে গিয়ে সেখানে একটা মেয়ের ন্যাশনাল আইডি কার্ড খুঁজে পায় সে। কার্ডটা কার কিংবা কোথায় এর মালিককে পাওয়া যায় সেই চিন্তায় অস্থির হয়ে যায় সে। কিন্তু কিছুতেই মেয়েটাকে আর খুঁজে পায়না। অন্যদিকে রূপন্তিও নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। বাবা হারা মায়ের একমাত্র সন্তান রূপন্তি নিজের পায়ে দাড়ানোর জন্য আর একটা চাকরীরর জন্য খুব চেষ্টা করে যাচ্ছে। এমনি একটা চাকুরীর জন্য ইন্টারভিউ দিতে গিয়েই আইডি কার্ডটা হারিয়ে ফেলে সে, সাথে মাস্টার্স এর সার্টিফিকেট। এদিকে আদনান মেয়েটাকে অনেক খোঁজাখুজির পরও না পেয়ে অবশেষ ফেজবুকে আইডি কার্ডটা পোস্ট দেবার পর কার্ডের মালিককে খুঁজে পায় সে। কিন্তু আইডিতে আদনানের মুখ ঠিকমত বোঝা যায়না। একটা সময় দেখা হয় ওদের, আলাপ থেকে পরিচয় আর সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম। একদিন রাস্তায়ও রূপন্তির কাছে ধরা পরে যায় সে। আস্তে আস্তে সবদিক থেকে ধরা পড়তে তাকে আদনান। রূপন্তির কাছে সে যতটা বড়ছিলো এতদিন ততটাই ছোট হয়ে যায় আজ। সবকিছু ছেড়ে একদিন সে বাড়ি থেকে বেড় হয়ে যায়। আদনানের এই দুর্দিনে বন্ধুই আবার পাশে এসে দাড়ায়। অকারনে মিথ্যা বলা আসলে আদনানের একটা ছোট বেলার অভ্যাস। কোন কারন ছাড়াই অহেতুক সে মিথ্যা কথা বলে। আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরও দশটা মিথ্যা বলতে হয় তাকে। বন্ধুই একসময় আদনানকে বোঝায় যে, রূপন্তিতো লোভী কোন মেয়ে না যে তোর যা নেই তাই আবদার করে সে। কিংবা তোর কিছু নেই বলে সেতো তোকে তীরস্কার করেনা, তাহলে কেনো এই অকারন মিথ্যা বলা? মিথ্যা সবসময়ই মিথ্যা আর একটা মিথ্যা দশটা মিথ্যার জন্ম দেয়। আর সত্য সে সবসময়ই সত্য, সারাজীবন জ্বল জ্বল করে জ্বলে। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা শুধু জটিলতাই বাড়ায়। আদনান তার ভুল বুঝতে পেরে রূপন্তির কাছে ক্ষমা চায়। রূপন্তিও একসময় ভালোবাসার কাছে হার মানে। জীবনকে সুন্দর করতে আর কোন মিথ্যা নয় এই শর্তে রূপন্তি ফিরে আসে আদনানের কাছে।’

  • Channel: NTV Natok
  • Published: May 10, 2019
  • 44:32
  • Suggest Story Plot
No supporting cast found