Shar Kothar Dhar Beshi | সার কথার ধার বেশি (2014) - Natok

Favorite 0

নন্দিত নির্মাতা হানিফ সংকেতের নাটকের নামে যেমন থাকে ভিন্নতা তেমনি এর গল্প, নির্মাণশৈলীতেও থাকে বৈচিত্র্য। আর বরাবরের মতোই থাকে একটি সামাজিক বক্তব্য। এই নাটকটিও তার ব্যতিক্রম নয়। একজন সৎ এবং আদর্শ চরিত্রের মানুষ জামান সাহেব কিন্তু মেজাজ অত্যন্ত খিটখিটে। যে কোন ছোটখাট বিষয় নিয়ে সারাদিন শুধু বক বক করতেই থাকেন। তার চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি তটস্থ থাকে। জামান সাহেবের মেজাজের কারণে বাড়ির মানুষদের সঙ্গে তার বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। ভদ্রলোক ভাল কথা বললেও তার অতি কথার কারণে অনেকেই তা গ্রহণ করে না। আর এভাবেই নাটকের কাহিনী এগুতে থাকে এবং চমৎকার একটি বক্তব্য দিয়ে শেষ হয় গল্প। বক্তব্যধর্মী এই নাটকে জামান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মায়ের চরিত্রে শর্মিলী আহমেদ ও পরিবারের একমাত্র মেয়ের ভূমিকায় কুসুম শিকদার ও মেয়ে জামাইর চরিত্রে মীর সাব্বির। এছাড়াও অভিনয় করেছেন-আব্দুল কাদের, আফজাল শরীফ, শামীমা নাজনীন, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, জ্যোস্নে আরাসহ আরো অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। নাটকটি প্রচারিত হয় ঈদের দিন (০৬ অক্টোবর, ২০১৪) রাত ৮:৫০ মিনিটে, এটিএন বাংলায়।

No supporting cast found