Mridul Sarma

Mridul Sarma

1 Review
3 years ago
1
0

আমি আজ দেখলাম এই নাটকটি।'ব্যাঙের ছাতা' অভিনয়েঃ জোভান, তানজিন তিশা পরিচালনায়ঃ সাগর জাহান শহরের লোকেশন, বিল্ডিং, রেস্টুরেন্ট এসব পরিবেশ নিয়ে তৈরি করা রোমান্টিক নাটক দেখে বিরক্ত হয়ে গেছি। ব্যাঙের ছাতা নাটকটি এক্ষেত্রে একটু ভিন্ন❤️ গ্রামের রোমাঞ্চকর পরিবেশ সত্যিই নাটকটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। নাটকটির গল্প, সংলাপ, তানজিন তিশা ও জোভানের লুক, এক্টিং সত্যিই নাটকটিকে দারুণ করে তুলছে👌 আমার দেখা এবারের ঈদে সেরা রোমান্টিক নাটক এটি🥀। Behind every successful man,there is an woman এই কথাটা কেন বলা হয় সেটা এই নাটক দেখলে বোঝা যায়।সাধারণত নাটকে থাকে শিক্ষক ও ছাত্রীর প্রেম কাহিনী নিয়ে কিন্তু এই নাটকে আছে উল্টো ব্যাপার ,শিক্ষিকা ও ছাত্রের প্রেম কাহিনী।প্রতিটি লোকেশন ছিল অসাধারণ আর colour grading তা ছিল অন্য মাত্রার। এই নাটকের গল্প,ব্যাকগ্রাউন্ড, সংলাপ,colour গ্রেডিং দেখে মনে হবে নাটকটির নির্মাতা প্রেমের নাটকের সব অসাধারণ নির্মাতা Mizanur Rahman Aryan ,shihab saheen বা Jakaria Showkhin এদের কারোর নির্মাণ।ধণ্যবাদ পরিচালক Sagar Jahan কে তাদের নাটকের মতন feel দেওয়ার জন্য।যদি কোনোদিন,ভাগ্যক্রমে,hello শুনছেন এগুলো নিয়ে অনেক আলোচনা ও মাতামাতি দেখলাম আমি বলছি এই নাটক আপনারা দেখতে পারেন আর আমি নিঃসন্দেহে বলতে পারি ওই নাটকগুলির থেকে এই নাটক কোনো অংশে কম নয়।সময় করে দেখে নিতে পারেন।আসা করি ভালো লাগবে।Farhan Ahmed Jovan ও Tanjin Tisha এর অসাধারণ পারফরম্যান্স ছিল এই নাটকে। লিংক:https://youtu.be/45UBghDPMBk

  • Story

  • Acting

  • Direction