Serena Rois

Serena Rois

1 Review
3 years ago Spoiler Alert
0
0

কায়কোবাদ এক্সপ্লেইনেশনঃ নাটকটার এমনভাবে এন্ডিং দেয়া হয়েছে পরিচালক চেয়েছে যেন পুরো রহস্যটা দর্শকরা বুঝে নেয়।আর অনেকের মনে ছোট ছোট প্রশ্ন তৈরী হয়েছে।তাই এক্সপ্লেইনেশন লেখা। **স্পয়লার এলার্ট** শেষ দৃশ্যে মরা বিড়াল থেকে প্রমাণিত হয় যে আগের রাতের পুরো ইনসিডেন্টটা সত্য ছিল।আর কায়কোবাদ ছিল শুধু গল্পের কাঠ মিস্ত্রি..বাস্তবের নয়।কিভাবে? ওইদিন রাতে পুলিশ লেখিকা আপুর সোফায় চেক করে কোন গোপন চেম্বার পায়নি যেটাতে মানুষ লুকাতে পারে।ওভার শিউর হতে চাইলে পুলিশ স্টেশনে একটু খোজ নিতে পারত যে ঢুকার কোন আলামত নেই কিন্তু চুরি করে বের হয়ে গেছে এমন কোন কেস রিপোর্ট হয়েছে কিনা।বিত্তশালীরা এরকম চুরির শিকার হলে অবশ্যই থানায় রিপোর্ট করবে। কায়কোবাদ কি আসলেই অন্ধ? একদম নয়।সে মার্ভেল সুপার হিরো ডেয়ারডেভিল নয় যে অন্ধ চোখ নিয়ে রাতে আধারে এত সব কান্ড ঘটাবে।সে নিজেকে সন্দেহ মুক্ত রাখতে চোখে লেন্স লাগিয়ে অন্ধ সেজে লেখিকার সাথে দেখা করে।.. আর সে লেখিকার প্রেমে পড়েনি।তার একমাত্র উদ্দ্যেশ ছিল লেখিকাকে গল্পের ফ্যান্টাসি আর রিয়েলিটি দুটোর ফ্লেভারে মোহিত করে গল্প পাবলিশ করা। কিন্তু বিখ্যাত থ্রিলার লেখিকা তার কিছুই বুঝতে পারেনি।তাকে কায়কোবাদ সাহেব জাস্ট ম্যানিপুলেট করে গেছে।

  • Story

  • Acting

  • Direction