Favorite 0

মসনদের অর্থ যেমন রাজসিংহাসন, তেমনি অন্যভাবে দেখতে গেলে মসনদের সঙ্গে আধিপত্য, প্রভাব ও ক্ষমতা শব্দগুলো জড়িয়ে আছে। এই কাহিনীর পটভূমিতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও আচ্ছন্ন এই মসনদের মায়ায়। হয়তো এ কারণেই ঈশান বাংলার সুলতান আর্সলান যখন তাঁর রাজ্যের দায়িত্বভার ত্যাগ করতে প্রস্তুত হন, তখন তাঁর জ্যেষ্ঠ পুত্র আথিয়ার ছলের দ্বারা অন্য দুই ভাই দাবির আর ফাহিমের কাছ থেকে ছিনিয়ে নেয় মসনদ। কিন্তু মসনদ হাতের মুঠোয় রাখতে গিয়ে চরম মানসিক দণ্ডের মুখোমুখি হতে হয়। আথিয়ার জানতে পারে, তাঁর মসনদের অন্যতম শত্রু হয়ে দাঁড়াবে বঞ্চিত ছোট ভাই দাবিরের কন্যা। ভবিষ্যতের এই শত্রুর হাত থেকে তাই মসনদ রক্ষার জন্য আথিয়ার আঘাত হানতে প্রস্তুত হলেও ভাগ্য দাবিরের কন্যাকে নিয়ে যায় ভিন্ন জীববলয়ে। অন্যদিকে, দাবিরের কন্যা বড় হতে থাকে মেঘমণ্ডলে সম্রাট আরাশ ও তাঁর স্ত্রীর কাছে। সকলের ভালোবাসার রত্ন এই কন্যার নাম রাখা হয়েছিল সুরাইয়া। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সুরাইয়া যখন তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়, তখন সম্রাট আরশের চোখে সে হয়ে ওঠে মসনদের দাবিদার। মন থেকে না চাইলেও ভাগ্যের লিখন সুরাইয়াকে মসনদের যুদ্ধে টেনে নিয়ে আসে। কিন্তু নিজের আসল পরিচয় জানার পর সুলতান আথিয়ারের বিরুদ্ধে সুরাইয়া তাঁর পিতামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়। কিন্তু পৃথিবীর বুকে নেমে এলে তো তাঁর যাবতীয় ক্ষমতা বিলুপ্ত হবে। তখন কি তাঁর পক্ষে সম্ভব হবে অসীম ক্ষমতার অধিকারী সুলতান আথিয়ার ও তাঁর কুটিল স্ত্রী মীনাজের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া? মেঘমণ্ডল ও ঈশান বাংলার মসনদের মায়া কোন পথে নিয়ে যায় কাহিনীর অন্যান্য চরিত্রকে? আর এসব প্রশ্ন নিয়েই এগিয়ে চলে মায়া মসনদ ধারাবাহিকটি।

  • Channel: NTV Natok
  • Published: Oct 14, 2018
  • 24:33
  • Suggest Story Plot
No supporting cast found